বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধি ঃ
নেছারাবাদ স্বরূপকাঠীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাসুম বেপারী ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণার দিক থেকে শীর্ষে আছেন। বঙ্গবন্ধু আর্দশ নিয়ে ও মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনা ভালবাসা প্রেরনা ।পিরোজপুর ১আসনে, ও মন্রী শ’ম রেজাউল করিমে, ভালবাসা অফুটন্ত নিয়ে ও এ্যানী রহমান আওয়ামীলীগকে বুকে ধরে। নেছারাবাদস্বরূপকাঠীতে উপজেলার নির্বাচন সব জায়গায় নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তার প্রচারণা চোখে পড়ার মতো। মাসুৃৃম বেপারী ভাইস চেয়ারম্যান পদের জন্য দলীও প্রতিক না থাকলেও স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারকের কাছে সুনজরে আছেন। বাংলাদেশ যুব লীগ ছাএলীগ কৃষক লীগ সহ সকল কর্ম কান্ডের সাথে সুন্দর ভাবে এগিয়ে আছেন, স্বরূপকাঠী উপজেলার সভাপতি ইতি মধ্যেই সে তার কর্ম দক্ষতায় তৃনমূল নেতা কর্মি ও দলের সিনিয়র সেতৃবৃন্দের কাছে সুনজরে আছেন।স্বরূপকাঠীর বন্দর সহ ইন্দুর হাট ও মিয়ারহাট বাজার সকল নেতাকর্মীরা শ্রেদ্ধ ভাজন লাভ করেন মাসুম বেপারী, এবং তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে ।কর্ম জীবনের উপর সলক শ্রেণী পেশায় মানুষের সাথে হাতে হাত ও কাদেঁ কাদ মিলিয়ে আসছেন।
অতি নিকটে উপজেলা নির্বাচন তাই আগাম প্রস্ততি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন এই নেতা মাসুম বেপারী। একান্ত আলাপনে তিনি বলেন,আমি যে দিন থেকে রাজনীতি কি বুঝতে শিখেছি সে দীন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করি। তাছাড়া আমার পরিবারের সকলেই আওয়ামীলীগের সাথে জড়িত স্বরূপকাঠী উপজেলার সকল মানুষ আমাকে চিনে আমাকে ভালোবাসে সকলেই আমাকে নির্বাচনের ব্যাপারে আমার সাথে আছে। সকলেই আমাকে ভালো জানেন আর আমি ইনশাআল্লাহ্ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে জনগনের পাশে থাকতে চাই।
Leave a Reply