বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতা ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে আত্মহত্যা নয় বলে হত্যা দাবি করেন পরিবারের সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বউবাজার গ্রামের নিহতের বাড়ির এলাকার একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সকালে নিহতের পুরনো বাড়িসংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বড় বোন শিউলি খাতুন ও ভাই মাসুম বিল্লাহ তার ভাইকে হত্যা করা হয়েছে। কারা তাদের ভাইকে হত্যা করতে পারে এমন প্রশ্নের জবাবে তারা কারও নাম উল্লেখ না করে বলেন ঝুলন্ত অবস্থায় থাকা মামুনের লাশের দুটি পায়ের হাটুই মাটিতে স্পর্শ করা ছিল। নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply