শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ স্বরূপকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অভিযোগে ৫ দোকানদারকে সাড়ে আট হাজার টাকা এবং যাত্রী বহনের অভিযোগে এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যান আদালত। আজ রোববার সকালে ইউএনও সরকার অব্দুল্লাহ আল মামুন বাবু জগন্নাথকাঠি বন্দরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্যামলকে ৫ হাজার টাকা,ওয়ার্কশপ মালিক আঃ আলিমকে এক হাজার, কসমেটিক্স দোকানদার মজিবর সরদারকে এক হাজার, সাকিরুলকে পাঁচ শত টাকা, ও তপন দাসকে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ইন্দুরহাট বন্দরে মোটরসাইকেল চালক হাফিজুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় পুলিশ ও সেনা সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
Leave a Reply