সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে দিয়ে ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়েছেন শরিফ মিয়া নামে এক দফতরি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। শরিফ মিয়া উপজেলার ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে স্কুলে যায় ওই ছাত্রী। এরপর বাড়ি ফেরায় পথে ধোপাঘাট এলাকায় রাস্তা থেকে তাকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যান শরিফ।
স্কুলছাত্রীর মা বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত শরিফ। ঘটনার দিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে সহযোগীদের নিয়ে শরিফ আমার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply