শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ৫ম তলায় কেন্টিনকে ব্যবহার করে অনৈতিক কাজের পসরা সাজিয়ে বসেছে কেন্টিন মালিকের ছেলে সোহান তালুকদার। বিভিন্ন সময় মেয়েদের কেন্টিতে এনে সোহান অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে সোহান এমন কাজ করে আসলেও গত সোমবার দুপুর ২টায় বিষয়টি সকলের নজরে পড়ে। ঘটনার দিন গত সোমবার মেডিকেলের একজন স্টাফ খাবার কিনতে কেন্টিনে যান।
কিন্তু কেন্টিনের দড়জা ভিতর থেকে লাগানো থাকলেও বাইরে কোন তালা না থাকায় স্টাফের সন্দেহ হয়। এছাড়া সে ভিতর থেকে ধস্তাধস্তির শব্দ পান। শব্দ পেয়ে স্টাফ কেন্টিনের জানালার ফাক দিয়ে সোহান ও তার প্রেমিকার অনৈতিক কর্মকান্ডের চিত্র দেখতে পান। বেশ কিছুক্ষন স্টাফ এভাবে দড়জার পাশে দাড়িয়ে থাকলে মেডিকেলের অন্যান্য স্টাফরাও এগিয়ে আসে।
পরে তারা কেন্টিনের দড়জায় বাইরে থেকে তালা মেরে দেয়। এছাড়া প্রমান স্বরূপ সোহানের অনৈতিক কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করে। তালা মারাও পর ১ ঘন্টা অতিবাহিত হবার পর সোহান বিষয়টি আঁচ করতে পারে।
পরে জানালা থেকে সোহান তার প্রেমিককে নিয়ে বেরিয়ে আসলে সেখানে অবস্থানরত স্টাফরা অবাক হয়ে যান। কিন্তু এতেও সোহান ক্ষান্ত হয়নি। বাইরে বেড়িয়ে এসে সেখানে অবস্থানরতদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়া ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে কে কেন্টিনের দড়জায় তালা মেরেছে তা জানতে চায়। এছাড়া সে বলে আমি আমার কেন্টিনে আমার প্রেমিকাকে নিয়ে আসবো তাতে কার বাপের কি? হাসপাতালের একাধিক স্টাফরা আরো জানান, সোহান এভাবে বিভিন্ন সময় মেয়েদের কেন্টিনের ভিতরে নিয়ে এসে অবস্থান করে।
দিনের পর দিন সে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করে আসছে। এভাবে অবস্থান করার কারন এতদিন জানতে না পারলে তা এখন পরিস্কার। সোহান নগরীর আলেকান্দা এলাকার মৃত কালাম তালুকদারের ছেলে। কালাম দীর্ঘদিন ধরে ওই কেন্টিন চালিয়েছেন।
তার মৃত্যুর পর গত দেড় বছর ধরে সোহান ও তার মা ওই কেন্টিন চালিয়ে আসছে। সোহান বলে, আমি আমার প্রেমিকা নিয়ে আমার কেন্টিনে আসবো-যাবো এ নিয়ে কারো মাথা ব্যাথার কিছু নাই। উপ-পরিচালক ডা. আঃ রাজ্জাক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে হাসপাতালের মধ্যে বসে কেউ কোন অপরাধ সংঘটিত করলে ব্যবস্থা নেয়া হবে। যে কোন কারনে ভিডিও দেয়া সম্ভব হয়নি
Leave a Reply