শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। সময় মতোই বিয়ে বাড়িতে চলে এলো বরযাত্রী। শুরু হয় অতিথি আপ্যায়ন। হঠাৎ হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে ছিল সেনাবাহিনী। আর সেনাসদস্যদের দেখে বরকে বসিয়ে রেখেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন অতিথিরা। অনেকেই আশপাশের বাড়ি গিয়ে আশ্রয় নেন। আর সোফায় অসহায়ের মতো বসে ছিলেন বর।
রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে। ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, কঠোর লকডাউনে মুন্সি বাড়ির হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে টহলে থাকা সেনাবাহিনী নিয়ে সেখানে অভিযানে যান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। সেনাবাহিনী ও এসিল্যান্ডকে দেখে সবাই ছোটাছুটি শুরু করেন।
বরযাত্রীর সঙ্গে আসা আহমেদ করিম বলেন, খাবার খেতে বসে শুনি সেনাবাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট আসছে। ভয়ে হাত পরিষ্কার না করেই দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেই। এছাড়া অনেক মেহমান না খেয়েই পালিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে কঠোর লকডাউন না মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে মানুষ। বিয়ে বাড়িতে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে সীমিত পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply