মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সিয়াম শেখ (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব মনিপুরিপাড়া এলাকার ১৮৭/এ নম্বর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই বড়িতে পরিবারের সাথে থাকতেন সিয়াম। তার বাবার নাম আবুল বাসার।
মিরপুর মডেল থানার এসআই রেজাউল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশু সিয়াম শেখকে কেউ হত্যার পর মরদেহ গুম করতে ওই স্থানে ফেলে দিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চাচাতো ভাই রাকিবুল (১৯) কে আটক করা হয়েছে, তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই রেজাউল।
Leave a Reply