সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
থানা প্রতিনিধি:পটুয়াখীলীর সদর ওসির তত্বাবধানে জন্ম নেয়া সেই পাগলীর কন্যা ‘ফাতেমা রহমান’ এর ঠিকানা এখন অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোম এর আগৈলঝাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় আগৈলঝাড়া বেবী হোমে ফাতেমা রহমানকে আনুষ্ঠাকিভাবে হস্তান্তর করেছে পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়। আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ নবজাতক ফাতেমা রহমান এর জন্ম সম্পর্কে জানান, গত ১৪ জানুয়ারি পটুয়াখালী জেলা সদরের কমলাপুর এলাকায় প্রসব বেদনায় ছটফট করা মানসিক ভারসাম্যহীন অন্তস্বত্তা নারীকে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান মহানুভবতায় দেখিয়ে নিজে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ওই দিন সন্ধ্যায় কন্যা সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় মানসিক ভারসাম্যহীন ওই প্রসুতি।
অনেক খুঁজেও শিশুটির মা’কে না পেয়ে অভিভাকের দায়িত্ব নেন ওসি মোস্তাফিজুর রহমান। হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ জানুয়ারি শিশুটিকে পটুয়াখালী সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।
পরিচয়হীন মা হারা এই নবজাতকের পরিচয় নিয়ে জটিলতা দেখা দিলে ওসি মোস্তাফিজুর রহমান তার মৃত মায়ের নামে শিশুটির নাম রাখেন “ফাতেমা রহমান।” পটুয়াখালী জেলা সমাসেবা কার্যালয়ের হিসাব সহকারী সিদ্দিকুর রহমান ও হাসপাতালের একজন নার্স মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শিশু ফাতেমাকে আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করেন। আবুল কালাম আজাদ জানান, ফুফুটে ফাতেমা’র অপুষ্টি জনিত সমস্যা থাকলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।
শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে সেক্ষেত্রে আদালতই উপযুক্ত অভিভাবক নির্ধারণ করবেন বলেও জানান তিনি।
Leave a Reply