শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় বরিশালের আগৈলঝাড়ায় ৫দিন ব্যাপী ওয়াস আইপিসি’র প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের (নিপোর্ট) হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. জাহেদ হোসেন, ডা. রাজু বিশ্বাস, ডা. সমীরন হালদার, ডা. আলামিন হোসেন, ডা. অনামিকা রায়, হাফিজুর রহমান দিপু, ওয়াস প্রজেক্টের ডেপুটি ম্যানেজার ডা. রিফাত হান্নান, ওয়াস প্রজেক্টের সিনিয়র অফিসার বিপ্লব হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।
Leave a Reply