রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মাউশি ঢাকা এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর মথুরানাথ পাবলিক স্কুলে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষক দের উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কথা বলেন।
Leave a Reply