শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ সুদের টাকা দিতে ব্যর্থ স্বামীকে মারধর করায় অপমানে আত্মহত্যা করেছে স্ত্রী। গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দুই সন্তানের জননী গৃহবধূ আয়শা আক্তার লাকি (২৬)। লাকি রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের ৮০নং ওয়ার্ডের খান বাড়ির বাসিন্দা কবির খানের স্ত্রী। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, নিহত লাকির স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। অভাব অনটনে দিন কাটতো তাদের সংসারে। সন্তানদের মুখে ভাত জোঁটাতে একই এলাকার সুদের কারবারী সবুজ ও কবিরের কাছ থেকে কিছু টাকা সুদমূলে ধার নেয় কবির। কিন্তু সুদের টাকা সময় মতো দিতে না পারায় গত সোমবার কোর্টবাড়ির সামনে বসে কবিরকে মারধর করে সবুজ গংরা। গত বুধবার দুপুরে এ ঘটনা জানতে পারে স্ত্রী লাকি। অপমানে বিকেল সোয়া ৫টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাকি।
এ সময় সন্তানদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা লাকী আক্তারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে স্ত্রী লাকিকে হারিয়ে দুই সন্তান আবু বক্কর (৭) ও সাব্বির (৩)কে নিয়ে আহাজারি করছেন স্বামী কবির খান।
Leave a Reply