সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অভিজাত পোষাক বিতান ‘টপ টেন’ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ শনিবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে ফিতা এবং কেক কেটে টপ টেনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ৭ মার্চ শেষ বিকেলে ছাত্রলীগ পরিচয়ে একদল উঠতি তরুন ও যুবক নগরীর সদর রোডের ঈমান আলী টাওয়ারে অবস্থিত টপ টেন শো রুমে হামলা-ভাংচুর এবং বিভিন্ন পন্য লুট করে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারী বরিশালে ‘টপ টেন’ শো রুমে বিক্রি শুরু হয়। হামলা-ভাংচুরের পর শো রুমটি বন্ধ হয়ে গেলেও ওই ঘটনার ১৪দিন পর শনিবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে টপ টেন’র আনুষ্ঠানিক উদ্ধোধন হয়।
উদ্ধোধনকালে প্রধান অতিথি সিটি মেয়র ছাড়াও টপ টেন’ প্রধান নির্বাহী কর্মকর্তা শফিফুল ইসলাম, সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, জেলা আইনজীবী সমিতির সম্পাদক ও সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ৭ মার্চ সন্ধ্যার আগ মুহূর্তে অর্ধ শতাধিক তরুন ও যুবক ছাত্রলীগ নেতার লোক পরিচয়ে ওই শো-রুমে ঢুকে ব্যাপক হামলা-ভাংচুর এবং প্রায় ৫০ লাখ টাকার পন্য লুট করে। তাদের হামলায় ওই শো-রুমের ব্যবস্থাপক সহ অন্তত ১০জন কর্মচারী আহত হয়। ঘটনার সময় ৫ হামলাকারীকে আটক করে কর্মচারীরা।
এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২১ জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে টপ টেন শাখা ব্যবস্থাপক ইমরান শেখ। ৯ মার্চ এই মামলার ১৪ জন আসামী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এর মধ্যে ছাত্রলীগ নেতা সোহানের নামে মামলা হলেও তার বদলে জেল খাটছেন তার দোকান কর্মচারী আল আমিন। ১৪ আসামীর মধ্যে ৫ জনকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে টপ টেনে হামলা মামলার ১৯জন আসামী জেলহাজতে রয়েছে।
Leave a Reply