বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব কালিকাপুর উলুমে হাফিজিয়া ও ইয়াতিমখানা মাদ্রাসায় মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুলাহ্’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুলাহ এমপি’র সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ’র মা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা আব্দুলাহ্ এর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান’র সভাপতিত্বে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, কাউন্সিলর মোঃ শোয়েব হোসেন সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব সহ-সভাপতি মাষ্টার আতিকুর রহমান সহ-সভাপতি শফিউল আজম প্রিন্স যুগ্ম-সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন বাবু, শামীম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খন্দকার, প্রচার সম্পাদক জুলকার নাইম,
দপ্তর সম্পাদক মুরাদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, পৌর যুবলীগ নেতা খান মোহাম্মদ রিয়াদ, মোঃ তাজেম আলী, সোহাগ মুন্সি, আবু জাফর বেপারী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্থরের মানুষ দোয়া মিলাদে অংশগ্রহণ করেণ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মহিউদ্দিন আহাম্মেদ ও তার সহধর্মীনি বেগম ফরিদা মহিউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মিলাদ পরিচালনা করেণ কালিকাপুর উলুমে হাফিজিয়া ও ইয়াতিমখানা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের।
Leave a Reply