শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের ভিপি এসকে তাসনিম আফরোজ ইমির শরীরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সারারাত সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের গেটে থাকার ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে তার শরীরে ডিম নিক্ষেপ করা হয়। বর্তমানে ওই হলের গেটে অবস্থান করছেন ইমি।ছাত্রলীগকে উদ্দেশ করে তিনি বলেন, আমার শরীরে ওরা ডিম নিক্ষেপ করেছে, ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আজ রাতে এসএম হলের গেট থেকে যাব না। প্রয়োজনে সারারাত বসে থাকব।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ ধরনের একটি স্ট্যাটাসও দেন। স্ট্যাটাসে ইমি লেখেন, প্রক্টর স্যারের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। তিনি আমার ফোন রিসিভ করেননি। অন্য কাউকে দিয়ে ফোন দিলে ফোন কেটে দিয়েছেন। এ ঘটনা অবশ্য আমার ক্ষেত্রে নতুন নয়! যারা আজকে আমার সঙ্গে, আমাদের সঙ্গে এই ব্যবহার করল, ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আজ রাতে এসএম হলের গেট থেকে যাব না। প্রয়োজনে সারারাত বসে থাকব।
Leave a Reply