বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর উদয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেম জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুবলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক। তিনি শিবগঞ্জের মর্দনা চকপাড়া (টিকরপাড়া) এলাকার এডু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় ফুফুর বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উদয়ন মোড় থেকে ইফতার কিনে বাসায় ফিরছিলেন জেম। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা জেমকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জেমকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা জেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Reply