শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় ক্ষোভে ফুঁসছে তার নিজ জেলা মাগুরাবাসী। এ ঘটনার প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করায় বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন করবে মাগুরবাসী। এক প্রতিক্রিয়ায় সাকিব আল হাসানের ভক্তরা জানায়, সাকিব ষড়যন্ত্রের শিকার, পাশাপাশি এটি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র।
এদিকে, সাকিবের এমন দুঃসংবাদে ভেঙে পড়েছেন তার স্বজনরা।
ক্রীড়া সংগঠক বারিক আনজান বারকি বলেন, ‘আমি মনে করি সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার। আমরা এটি কিছুতেই মানবো না। আইসিসির কাছে আবেদন করে এটি প্রত্যাহার করা হোক।’
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন বলেন, ‘সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পরিকল্পনা চলছে। সে জুয়াড়ির প্রস্তাব তো আর গ্রহণ করেনি। তাহলে এটি গোপন করায় কেন এত বড় শাস্তি তাকে দেয়া হবে।
Leave a Reply