মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : এডিটিং করে স্ক্রীনশর্ট বানিয়ে সাংবাদিক খান মাইনউদ্দিন’র নামে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছে সংঘবদ্ধ এক কুচক্রিমহল। এ বিষয়ে সোমবার বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। যান নং-৮৮১,তারিখ : ১৬-০৯-১৯। ডায়েরিতে উল্লেখ করা হয়- অপপ্রচারের শিকার সাংবাদিক খান মাইনউদ্দিন এর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক এর বিভিন্ন ফেইক আইডি খুলে বিভিন্ন সন্মানিত ব্যক্তিদের নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রিমহল।
ভুক্তভোগী অপপ্রচারের শিকার সাংবাদিক খান মাইনউদ্দিন বলেন-ওই কুচক্রিমহলটি আমার সন্মানহানি ও আমাকে বিপদগ্রস্থ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমার ফেসবুকে একটি মাত্র আইডি চালাই। যার নাম খান মাইনউদ্দিন বরিশাল (কযধহ গধুরহঁফফরহ ইধৎরংধষ) এছাড়া আমার কোন আইডি নেই। ১৬ সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে অহিদুল ইসলাম মিথুন,অলিউল ইসলাম আলাউদ্দিন ও ঝযধশরষ ইধঢ়ধৎর নামে তিনটি আইডিসহ বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও মানহানিকর একটি পোস্ট দেয়। সেখানে আমার নাম-ছবি ব্যবহার,আমার নামে ফেইক আইডি খুলে তা ব্যবহার করে এডিটিং এর মাধ্যমে কিছু স্ক্রীনশর্ট তৈরি করে সংযুক্ত করেছে।
ফেসবুকে দেয়া তাদের পোস্টগুলোর স্ক্রীনশর্ট আমি ইতোমধ্যে সংরক্ষনে রেখেছি।
প্রসঙ্গত : সাংবাদিক খান মাইনউদ্দিন দীর্ঘ সময়ব্যাপী সুনামের সাথে দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল অফিসের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।
Leave a Reply