মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সম্প্রতি সময়ে ঢাকায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলা নিউজের সংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন ‘বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরিফিন তুষার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার প্রমুখ।
এসময় বক্তারা সম্প্রতি পুরান ঢাকায় নয়াবাজার এলাকায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা এবং নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের জোর দাবি জানান।
নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, নিউজ টোয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো কাওসার হোসেন,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারেফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক কোষাধ্যক্ষ কমল সেন গুপ্ত, বিএসএল নিউজ’র সম্পাদক মো. মশিউর রহমান, নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, সহ-সভাপতি এম.কে রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোকন, ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply