বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, খাদ্যমন্ত্রী চালকলের মালিক আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সর্ষের মধ্যেই ভূত। সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়াব কিভাবে? এটা আমার কথা নয়, এটা আওয়ামী লীগের শিল্পমন্ত্রীর কথা।
আজ মঙ্গলবার নাটোরে জাতীয় কৃষক সমিতির দুই দিন ব্যাপী সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। টাকা আর মার্কা দেখে ভোট দিলে হবে না, ভালো মানুষ দেখে যারা কৃষকের কথা চিন্তা করে তাদের ভোট দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসা নীতি কি হলো বা দেশের সংসদে কি হলো তা নিয়ে দেশের কৃষকদের চিন্তা নেই।
কৃষক চায় তার উৎপাদিত পাট, আখ, ধান ও সবজির ন্যায্য দাম। কৃষক চায় সার, ডিজেল, কিটনাশক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে। কৃষক চায় তার প্রতিনিধি সংসদে যাক।’
‘দিনাজপুর ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক বার প্রয়োজনে কৃষক বিদ্রোহ হয়েছে’ উল্লেখ করে মেনন বলেন, ‘আবার নতুন সময় আসছে দেশের কৃষকদের কোমর সোজা করে মাজায় গামছা বেঁধে মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে।
‘
জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নূর আহম্মেদ বকুল, নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।
Leave a Reply