রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: গরীবদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল চুরি করে এনে বিক্রি করা হচ্ছে মুদি দোকানে।
ডিলার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের যোগসাজসে গত কয়েকমাসেই ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে আঃ ছাত্তার নামের ব্যবসায়ীর দোকানে ১০ টাকা দরের চাল ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়াও সরকারি অধিকাংশ বরাদ্দের চাল প্রকৃত উপকার ভোগীদের না দিয়ে বিক্রির হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় চান্দ্রা পূর্ব বাজারে ছাত্তারের মুদি দোকানে গিয়ে ৩০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের বিপুল সংখ্যক বস্তা পাওয়া যায়। কিভাবে তার দোকানে এসব চাল এসেছে জানতে চাইলে দোকানী আঃ ছাত্তার এলোমেলো উত্তর দেন।
এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী আফরোজ বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply