রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। তার পৈত্রিক বাড়িতে আছে ‘বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর ও পাঠাগার’। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার থেকে শরিকল ইউনিয়নমুখী সড়ক ধরে পৌছাতে হবে রহিমগঞ্জ গ্রামে। প্রায় ৫ বছর যাবত সংস্কারের অভাবে ১০ কিলোমিটার এ সড়কটির অবস্থা এখন বেহাল। পুরো সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের দাবীতে শনিবার (১০ অক্টোবর) মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় উক্ত বরিশাল-শরিকল ভায়া শিলনদিয়া রাস্তার মাথার হাট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে এরমধ্যে বন্ধ হয়ে গেছে। এতে দূর্ভোগে আছেন উক্ত এলাকার প্রায় ২ লক্ষ মানুষ। ব্যবসা-বাণিজ্যের উপর বিরূপ প্রভাব পড়েছে। সড়কটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়িতে যাওয়ার একমাত্র পথ। সেখানকার জাদুঘর ও পাঠাগার আলোকিত করার জন্য সড়ক সংস্কারের দাবী জানিয়েছেন বক্তারা।
সাধারণ জনগণ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা অধ্যাপক আব্দুল হাকিম। বক্তৃতা করেন ওয়াকার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল, মো. ফরিদ উদ্দিন, পলাশ সিকদার, মো. মাসুম, মো. সায়েম প্রমুখ।
Leave a Reply