শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল এয়ারপোর্ট থানা শাখার আয়োজনে কাশীপুর বাজারস্হ নিজস্ব কার্যালয়ের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহ বন্দি দুঃস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
বরিশাল এয়ারপোর্ট থানা শাখার সভাপতি জনাব মুকূল চন্দ্র মূখার্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন (মামুন) এর সঞ্চালনায় আয়োজিত দুঃস্থ ও শ্রমজীবীদের মাঝে খাদ্য বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশালের বিভাগীয় গভর্নর এবং বরিশাল জেলা শাখার সভাপতি জনাব মাহমুদুল হক খান মামুন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডেপুটি গভর্নর এবং বরিশাল মহানগর শাখার সভাপতি জনাব আবু মাসুম ফয়সল ও বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি শামীম হোসেন, বরিশাল মহানগরের সম্মানিত সহ সভাপতি শেখ রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম নাঈম ঢালি, বরিশাল এয়ারপোর্ট থানা শাখার উপদেষ্টা মেজবাহুল বারী, মোঃ মাহবুবুর রহমান, মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক পারভেজ সরদার সহ শাখার অনান্য নেতৃবৃন্দ।
Leave a Reply