রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস পজিটিভ এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ২২ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সেখানে তার মৃত্যু হয়।
Leave a Reply