মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ আতঙ্কে বরিশালের হাসপাতালগুলোতে রোগ পরীক্ষার হিড়িক পড়ায় ডেঙ্গু শনাক্তকরণ (এনএসওয়ান) কিটস সংকট দেখা দিয়েছে।ডেঙ্গু শনাক্তকরণ (এনএসওয়ান) কিটস না থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের পরীক্ষা বন্ধ রয়েছে। রোগীর স্বজনরা জানান, এ ডেঙ্গু জ্বরের মূল পরীক্ষা এনএসওয়ান কিটস না থাকায় ওই পরীক্ষা বন্ধ রয়েছে।
এ কারণে বেসরকারি ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য তাদের যেতে হচ্ছে। কিটস সংকট দেখিয়ে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দিতে তাদের বাধ্য হচ্ছে।
আরও জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গুর মূল পরীক্ষার জন্য এনএসওয়ান পরীক্ষা বন্ধ করে দেয়ার খবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
হাসপাতালে ভর্তি একাধিক রোগীর স্বজনরা জানান, ওষুধ বলতে মেডিকেল থেকে সরবরাহ করা হচ্ছে প্যারাসিটামল আর ওমিপ্রাজল। চিকিৎসাধীন রোগীর গ্লুকোজ স্যালাইনও কিনতে হয় বাহিরের ফার্মেসি থেকে। হাসপাতালের পরিচালক জানান ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিটস ও গ্লুকোজ স্যালাইন মেডিকেলে আপাতত নেই।
এ কারণে এনএসওয়ান পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা চেষ্টায় কোনো ত্রুটি করছে না।
তবে শয্যার সংকট রয়েছে এ কারণে ওয়ার্ডের মেঝেতে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে একটি পৃথক ওয়ার্ড চালুর উদ্যোগ নেয়া হচ্ছে তা সমাধান হলে শয্যা সংকট দূর হয়ে যাবে।
Leave a Reply