বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এ মাসের ১৬ তারিখ থেকে এ পর্যন্ত ১৩৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গেল মঙ্গলবার দুইজন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ জন রোগীর মধ্যে ২০ জন নারী, ৫৪ জন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হয়েছে।
তবে রোগী ও তাদের স্বজনরা বলছেন, ডেঙ্গু জ্বরের পরীক্ষার কিট এ মেডিকেল হাসপাতালে না থাকায় তারা কয়েক দিন অপেক্ষা করেও পরীক্ষা করতে পারছেন না। বাইরের ডায়াগোনেস্টিক সেন্টারগুলো সরকার নির্ধারিত ৫০০ টাকায় পরীক্ষা করাতে অস্বীকৃতি জানাচ্ছে।
Leave a Reply