শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে শেরে বাংলা হাসপাতালে শনিবার (১০ অক্টোবর ) রাত সাড়ে এগারোটার সময় শুভ নামের এক রক্তের দালালকে আটক করেছে এস আই নাজমুল।
ঘটনার প্রত্যক্ষ দর্শীর বর্ননা মতে, বরগুনা বেতাগি থেকে আসা এক অসহায় রোগীর দুই ব্যাগ রক্তের প্রয়োজন হয়, রোগীর লোক রক্ত সন্ধানে ক্লাবের সামনে হন্য ঘুরেন।
এমন সময় শুভ নামের এক দালালের খপ্পরে পরেন। রোগীর লোককে মিথ্যা আশ্বাস দিয়ে দুই ব্যাগ রক্ত দেয়ার কথা বলে নগদ চার হাজার টাকা হাতিয়ে নেয়। তখন হাসপাতালে থাকা সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য মোঃ সোহাগ ইসলাম বাবুর দৃষ্টি গোচর হয় এবং ঘটনা শুনে ব্যক্তিকে আটক করে থানাতে খবর দেন।
পুলিশ ব্যাপারটি খবর পেয়ে এসে রক্তের দালালকে আটক করে থানায় নিয়ে যান এবং এস আই নাজমুল সোহাগ ইসলাম বাবুকে ধন্যবাদ জানান এমন সাহসিকতার পরিচয় দেয়ার জন্য।তিনি আরও জানান দালাল ধরতে সহোযোগীতা করায় বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাবকে শুভেচ্ছা জানান।
Leave a Reply