সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার এক ঘন্টার মাথায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে) রাতে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত্যু হওয়া ৫০ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর গ্রামে। হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এই তথ্য নিশ্চিৎ হওয়া গেছে।
তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিৎ নন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
করোনা ওয়ার্ড সূত্র জানিয়েছে, ‘জ্বর এবং পেটে ব্যাথা নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এর এক ঘন্টার মাথায় রাত ১০টার দিকে মৃত্যু হয় তার।
সূত্রগুলো জানায়, ভর্তি হওয়া রোগীর চিকিৎসা শুরু করা হলেও তার নমুনা সংগ্রহ করা হয়নি। বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তাই নমুনা সংগ্রহ করে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply