বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
সরকার পতন নয় বরং দেশে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তার দল অংশ নেবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) দলের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এখনো কোনো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কৃষক শ্রমিক জনতা লীগ।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ও আওয়ামী লীগ থেকে সমদূরত্বে জাতির আকাঙ্খা পরিপূরণ করার জন্য আমরা একটা জাতীয় ঐক্য চাই। যদি বিশ্বাসযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন হয়। আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। বিএনপি নির্বাচন করবে, না করবে না। এটা বিএনপির ব্যাপার। আমরা এখন সুষ্ঠু নির্বাচন চাই। শেখ হাসিনার পতনও চাই না। সেই সাথে এ সরকারের পতনও চাই না।
Leave a Reply