শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মোহাম্মদপুরের অন্যতম সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী মফিজউদ্দিন মফিকে আটক করেছে র্যাব। শনিবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয় ও তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড বন্দুকের গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাওয়ার তথ্যের ভিত্তিতে মফির অফিসে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। তার লাইসেন্স করা পিস্তলের সঙ্গে উদ্ধার করা অস্ত্রের কোনো মিল পাওয়া যায়নি। এছাড়া লাইসেন্স করা পিস্তলের ২৫ রাউন্ডগুলির কোনো হদিস নেই। এর কোনো ব্যাখাও তিনি দিতে পারেননি। অভিযানে যে গুলি উদ্ধার করা হয়েছে সেটি তার বন্দুকের। তার মানে এই শীর্ষ সন্ত্রাসী অবৈধ অস্ত্র দিয়ে অপরাধমূলক কাজ করত।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটক মফিজ উদ্দিন মফি সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় ভূমিদখল, মাদকব্যবসার গদফাদার ছিল। সন্ত্রাসী পিচ্চি হেলাল জেলে যাবার পর থেকে মফি এই এলাকা নিয়ন্ত্রণ করত।
Leave a Reply