বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের শিল্পপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কর্মপরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল পুরো ফ্যাক্টরি ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি পরিচালনা করায় সাধুবাদ জানান তিনি।
জিয়াউর রহমান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমরা শিল্পপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছি। অমৃত কনজুমার ফুড প্রডাক্টসের ফ্যাক্টরিতে স্বাস্থ্যবিধি মেনেই স্টাফরা কাজ করছেন দেখেছি। এই ধারা অব্যাহত রাখার জন্যও কোম্পানিটিকে তাগিদ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান চালু রেখেছি। ফ্যাক্টরিতে প্রবেশের সময় সব স্টাফকে জীবাণুনাশক স্প্রে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এ ছাড়া ফ্যাক্টরিতে কাজের সময় সবাইকে মাস্ক পরতে হয় এবং একজন থেকে অপরজনের দূরত্বও ৪ ফুটের বেশি রাখা হয়েছে। ফ্যাক্টরি পরিদর্শনের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দলও ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
এদিকে এর আগে বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেডের কারখানা পরিদর্শন করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
Leave a Reply