রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ “শিক্ষার্থীরা আজ শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুষ্ঠ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একজন শিক্ষার্থীকে মত প্রকাশের অপরাধে হত্যা করা কিছুতেই মেনে নেয়া যায় না। ছাত্র ও যুব রাজনীতিতে প্রতিহিংসা কাজ করছে”।
বাবুগঞ্জে যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর সাথে মতবিনিময়কালে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লুৎফুন নেছা বিউটি এসব কথা বলেন। যুবমৈত্রী বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিন খান এর সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু’র সঞ্চালনায় উপজেলা পার্টি কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা, জামাল গাজী, জসিম কাজী, ইউপি সদস্য রোকনুজ্জামান, জেলা যুবমৈত্রী নেতা এ্যাড. নজরুল ইসলাম, যুবমৈত্রী নেতা মনিরুজ্জামান,আবু হানিফ হাওলাদার, মিজানুর রহমান, দেহেরগতি ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্নান সিকদার, কেন্দ্রীয় ছাত্রমৈত্রী নেতা সুজন আহম্মেদ, সুমন আকন জুয়েল, ছাত্রমৈত্রী নেতা আলী হোসেন প্রমুখ।
এসময় যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply