রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি পণ্ড করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের ঝুলানো তালা ভেঙে ফেলেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের বাধা দেয় বলে আন্দোলনকারীদের অভিযোগ।
আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মো. শাকিল মিয়া বলেন, ছাত্রলীগ জোরপূর্বক রেজিস্ট্রার বিল্ডিংয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে আমাদের আন্দোলনে সমর্থনকারী ডাকসুর সমাজসেবা সম্পাদক ও কয়েকজন মেয়ে ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে এবং তাদের উপর হামলা চালায়।
তিনি বলেন, আমরা আমাদের দাবি আদায়ে এখনো অটুট আছি এবং আগামীকালকেও একই দাবিতে আমরা তালা লাগাবো এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখব।
এদিকে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ মিথ্যা করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, স্মারকলিপি দেওয়া আমাদের রাজনৈতিক অধিকার এবং এই কর্মসূচিটি আমাদের পূর্বঘোষিত ছিল। ওই সময় মাত্র ৩-৪ জন সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবস্থান করছিলেন। তাদের সেখানে ওইসময় থাকাই উচিত হয়নি। এরপরও আমরা তাদের বলেছিলাম, আমাদের স্মারকলিপি দেওয়া হয়ে গেলে আপনারা আবার তালা লাগিয়ে দিয়েন।
Leave a Reply