সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদ॥ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে গাছ কাটা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বিপুল সংখ্যক গাছ স্ব-মিলে পাঠানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যার পর গাছগুলো কেটে কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে ফেলা হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কলেজ উন্নয়নের স্বার্থে ৭টি মেহগণি গাছ কমপক্ষে একমাস আগে কাটা হয়।সোমবার রাতে গাছগুলো স্বমিলে পাঠানো হয়েছে।
একাধিক সুত্র জানায়, কলেজের কলা ভবন সংলগ্ন নতুন ভবনের আশপাশ থেকে ২১টি মেহগণি গাছ সোমবার রাতে কেটে ফেলা হয়। শ্রমিকরা সন্ধ্যার পর গাছকাটা শুরু করে রাতের মধ্যে গাছগুলো কলেজ ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়।গাছ কাটায় নিযুক্ত শ্রমিক রফিকুল ও সোহাগ জানান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ারের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।তবে সহকারী অধ্যাপক আল আমিন সরোয়ার বলেন, নতুন নির্মিত একাডেমিক ভবনের জন্য সড়ক নির্মানের স্বার্থে ৭টি গাছ একমাস আগে কাটা হয়। গাছগুলো কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।
সোমবার রাতে গাছগুলো সংলগ্ন নতুন বাজার এলাকার একটি স্বমিলে পাঠানো হয়েছে।একই কথা বলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে একমাস আগে ৭টি গাছ কাটা হয়। সড়ক নির্মানের জন্যই গাছগুলো কাটা হয়েছে।
Leave a Reply