রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
জমি নিয়ে বিরোধের জের ধরে কাঠালিয়া উপজেলার পাটিখাল ঘাটা গ্রামে মো. জাকির হোসেন নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে মঠবাড়ীয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের বিপিএড শিক্ষক। আহত শিক্ষক জাকির হোসেন জানান, তার বসত বাড়ীর সীমানায় বেড়া দিতে গেলে তার ভাই আলমগীর হোসেন হাওলাদার এর ছেলে আকরাম হোসেন রুবেল এর সঙ্গে তার কথা কাটা কাটি হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে ভগিরথপুর যাওয়ার সময় বাড়ী থেকে বের হয়ে প্রধান সড়কে উঠলে তারই আপন ভাইয়ের ছেলে আকরাম হোসেন রুবেল, হাসিব হোসেন ও তাদের দুই মামাত ভাই রেজাউল আকন এবং সবুজ আকন ১৫/২০ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply