বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বেড়া ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ (২৩) জানান, তার স্বামী একজন ট্রাকচালক। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (৩৫) প্রায় ছয় মাস আগে বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ নিয়ে এলাকায় শালিশি বৈঠকে তাকে ক্ষমা করে দেন শালিসদাররা।
ওই গৃহবধূ আরো জানান, শনিবার ভোর চারটার দিকে রফিকুল একইভাবে তার ঘরে ঢুকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। তার ছেলের চিৎকারে শাশুড়ি ছুটে এলে রফিকুল পালিয়ে যান। সকাল ৮টা ২০ মিনিটে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কথা বলতে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান বলেন, ‘ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
‘
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply