শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
এইচ এম হেলাল: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলদের মধ্যে এখনো কেউ ওয়ার্ডবাসীদের সাথে কুশল বিনিময় কিংবা খোঁজ খবর নেয়ার খবর পাওয়া না গেলেও ব্যতিক্রমী রয়েছেন একজন। যিনি কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে বরিশালে ফিরলেও ঘরে না ফিরে জনগণের সাথে ঠিকই দেখা করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। এতে সাধারণ ওয়ার্ডবাসীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তারা বলছেন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার উদাহরণ অনেক থাকলেও ব্যতিক্রম তাদের (২৮নং ওয়ার্ডের) নব-নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। সরেজমিনে ওয়ার্ড ঘুরে জানা গেছে, শপথ গ্রহণ করে নিজ ঘরে না ফিরে ২৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ফিরলেন ওয়ার্ডবাসীর দুয়াওে দুয়ারে। স্থানীয়দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ওয়ার্ডের নানা সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন তিনি। স্থানীয়রা জানান, সিটি নির্বাচনে এই ওয়ার্ডে তিন তিনবার কাউন্সিলর হুমায়ন কবিরকে ভোট দিয়ে তাকে পাশে না পাওয়ার কারনে এবার তারা নতুন এ কাউন্সিলরকে বেছে নিয়েছেন। তারা বলছেন অন্য কাউন্সিলরদের চেয়ে জাহাঙ্গীর হোসেন যেন ভিন্নতা দেখালেন। ফলে ওয়ার্ড বাসীর ভালোবাসায় সিক্ত হয়ে রয়েছেন জাহাঙ্গীর হোসেন। ওই ওয়ার্ডের বাসিন্দা ইরান জানান, জাহাঙ্গীর ভাই যথেষ্ট ভালো মানুষ। নির্বাচিত হওয়ার পূর্বেই তাকে যে কোন সময় বিপদে আপদে পাশে পাওয়া যেত। আগামীতে আরো বেশি তাকে পাশে পাওয়া যাবে বলে আশা করেন তিনি। সরেজমিন গিয়ে দেখা যায়, গতকাল বুধবার ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ওয়ার্ডবাসীদের সাথে বিভিন্ন স্থানে কুশল বিনিময় করেন। গতকাল তিনি দিয়াপাড়া, কাশিপুর বাজার, লোহারপোল, ফিসারি রোড, মীরা বাড়ির সম্মুখ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও তিনি সকলের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া মূখ্য নয়। তথাপি জনগণ যেহেতু তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তাই জনগণের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। স্থানীয় জনগণকে সাথে নিয়েই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান করা হবে বলেন তিনি।
Leave a Reply