রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল-৩ অাসনে শক্ত অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী অাতিকুর রহমান অাতিকের পক্ষে প্রচারনায় নেমেছেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। বাবুগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনপ্রিয় নেত্রী ফারজানা বিনতে ওহাব (ট্রাক) প্রতীকের প্রচারনায় ভিন্ন মাত্রা যোগ করলেন। রোববার চাঁদপাশা ইউনিয়নের অারজি কালিকাপুর (ট্রাক) প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিগত দিনের লুটেরাদের বর্জন করে, উন্নয়নের স্বার্থে ভোট দিন।অামি সব সময় অাপনাদের পাশে ছিলাম,অাগামীতেও থাকবো। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মেম্বার,মাসুম মেম্বার,সাবেক মোসারফ মেম্বর,গিয়াস প্রমুখ।
Leave a Reply