শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফাতেমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ আহত হয়েছে। হামলার সময় প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে থাকা স্বর্ণলাংকার ও পরে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, আমার স্বামীর বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানী করে একই এলাকার জাফর গংরা।
ওই মামলার হাজিরা দিতে বৃহস্পতিবার কোর্টে হাজিরা দিতে যায়। এই সুযোগে জাফর গংরা আমাদের সুপারী বাগান থেকে জোরপূর্বক সুপারী ও নারিকেল পাড়ার চেষ্টা করলে আমি বাঁধা দিতে গেলে জাফর, সাগর, আমেনা, রাজ্জাক ও জাহাংঙ্গীর বেপারীসহ ৪/৫ জন মিলে আমার ওপর অতর্কিতভাবে লাঠিসোটা ও দাড়ালো অস্ত্র দিয়ে হামলা করে। এসময় আমার ডান হাতে মারাত্মক জখম হয়।
পরে স্থানীয়রা আমার চিৎকার শুনে আমাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। ফাতেমা আরও বলেন, এর আগেও আমার ওপর দুইবার হামলা চালায় জাফর গংরা। একই সাথে বিভিন্ন ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করে। জাফর গংরা প্রভাবশালী হওয়ায় এলাকায় আমরা কোনো বিচার পাচ্ছি না। তাই আমি বাধ্য হয়ে প্রশাসনের কাছে এসব ঘটনার বিচারের দাবী করছি।
Leave a Reply