শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি:বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, শুধুমাত্র আবেদন করা হয়েছে। আর এতেই ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পল্লীবিদ্যুৎ সমিতির আবেদন কারীর নামে মাসে মাসে বিদ্যুৎ বিল পাঠাতে শুরু করেছে। এতে করে ওই গ্রাহকসহ উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। তারা পল্লী বিদ্যুৎ অফিসের এমন কর্মকান্ডে হতাশা প্রকাশ করেছেন।
জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নূর মিয়া হাওলাদার বাড়ির মোঃ নাজিম উদ্দিন প্রায় ২ বছর আগে তার বাসায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করেন। তবে তার আবেদনে বিদ্যুৎ আসেনি ঘরে, এসেছে বিদ্যুতের বিল! উপজেলা পল্লী বিদ্যুতের অফিস থেকে তার নামে জুলাই ও আগস্ট (দুই) মাসের বিদ্যুৎ বিলের কপি।
ওই বিলের কপিতে দেখানো হয়েছে নাজিম উদ্দিন দুই মাসে মোট ৪০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। যার টাকার পরিমাণ ৮৮৫। এ বিষয়ে নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমি প্রায় ২ বছর আগে আমার বাসার জন্য বিদ্যুতের মিটারের জন্য আবেদন করে চট্টগ্রাম চলে যাই। তারা এখন পর্যন্ত কোনো বিদ্যুতের সংযোগ না দিয়ে আমার নামে দুই মাসের বিল বাসায় পাঠিয়েছে। আসলে পল্লী বিদ্যুৎ অফিস আমাদের হয়রানী ও প্রতারণা করছে।
এ ব্যাপারে লালমোহন পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এ.এস.এম শাহিন আহসান বলেন, তার নামে যদি কোনো মিটার না থাকে তাহলে বিল যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply