বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রেড জোনে লকডাউন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ তাপস বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার পরদিনই আমরা লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সভা করেছি। প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি।
তিনি বলেন, আমরা আগে বলেছিলাম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে, কিন্তু বর্তমানে আমাদের প্রস্তুতি অনুযায়ী এর আগেই আমরা করতে পারব। এলাকাভিত্তিক সিদ্ধান্ত পেলেই কার্যক্রম শুরু করব।
প্রসঙ্গ, কয়েক দফা সাধারণ ছুটির পরও দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের জন্য সুপারিশকৃত এলাকার মধ্যে আছে যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।
বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির পরিকল্পনা সম্পর্কে মেয়র বলেন, চলমান প্রকল্পগুলো বেগবান করার জন্য আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি, সেগুলো আরো বেগবান হবে এবং সেগুলো আমরা সম্পন্ন করব নির্ধারিত সময়ের মধ্যে। এরই মাঝে আমরা মশক নিধনের কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা আমরা সম্পন্ন করেছি, আশা করছি ১ জুলাই থেকে এ কার্যক্রম আমরা শুরু করতে পারব।
তিনি বলেন, ঢাকা শহরের যেসব জলাশয় আছে, সেগুলো আমরা নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছি, যাতে পানি নিষ্কাশনটা হতে পারে এবং সেগুলো যেন মশার প্রজনন ক্ষেত্র হতে না পারে।
Leave a Reply