বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিং মলগুলো খুলবে। তবে লকডাউন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।সোমবার (৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, ঈদকে সামনে রেখে দোকানপাট খুললেও লকডাউনের বিধিনিষেধ তেমনই থাকবে।
শপিং মলগুলো ও দোকানপাটে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা চললে তা বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া জেলার উপজেলাগুলোতে বাইরের জেলা থেকে যাতে কেউ ঢুকতে না পারে বা কেউ যাতে বের হতে পারে সে বিষয়টিও আগের মতো নজরদারি থাকবে।
এদিকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খানও একই কথা জানিয়েছেন।
তিনি বলেন, দোকানপাট খুললেও নগরীতে যাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব না ছড়াতে পারে তাই চেকপোস্ট জোরদার অবস্থায় থাকবে। বাইরে থেকে কেউ আসতে পারবে না নগরীতে, আবার কেউ যেতেও পারবে না। তা ছাড়া দোকানপাটগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করব। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার ।
Leave a Reply