বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্প থেকে প্রায় দুই কোটি টাকার হেরোইনসহ তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী আনোয়ারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেনর র্যাব-৪ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদে রাতে অভিযান চালিয়ে আনোয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারী স্বীকার করেছে- বিভিন্নভাবে হেরোইন সংগ্রহ করে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো সে।
তার বিরুদ্ধে পল্লবী থানায় চারটি মাদক মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছ। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply