বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
জেএসসি-জেডিসির রোববার ৪ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় রোববারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বিএসএল নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার জেএসসি’র ইংরেজি (অনিয়মিতদের ইংরেজী প্রথম পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এছাড়া ডেজিসির আরবি ২য় পত্র পরীক্ষা ছিলো। অনিবার্য কারণ বসত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন।
তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন জেএসসির অনিয়মিতদের বাংলা ১ম পত্র ও জেডিসি’র কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।
এবারের বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আধীনে জেএসসি পরীক্ষার্থীর সংথ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৬৩ হাজার ৫৬০ জন এবং ছাত্র ৫৫ হাজার ৫১৫ জন। জিপিএ মান উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছে ৩৩ জন। বিভাগের ১ হাজার ৭২৭ বিদ্যালয় থেকে অংশগ্রহকারী এসব পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহন করা হচ্ছে ১৭৪ কেন্দ্রে।
Leave a Reply