বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল ইসলাম রেজা গোয়েন্দা পুলিশের হাতে আটকের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরনের ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমম্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এক আদেশে বরিশাল মূখ্য মহানগর হাকিমকে এ নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
পুলিশি নির্যাতনে অসুস্থ হয়ে রেজাউল ইসলাম মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার ঘটনার পর থেকে দাবি করে আসছেন। রেজাউলের পিতা ইউনুস মুন্সী আদালতে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করেছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, মৃত্যুবরণকারী রেজাউল ইসলাম রেজার পিতা মো. ইউনুস মুন্সীর আদালতে করা হত্যা মামলটির বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানি শেষে বুধবার দুই বিচারপতির সমম্বয়ে গঠিত বেঞ্চ ইউনুস মুন্সীর আবেদনটি মঞ্জুর করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
প্রসঙ্গত, শিক্ষানবীশ আইনজীবী রেজাউল ইসলাম রেজাকে গত ২৭ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল নগরীর সাগরদি এলাকার হামিদ খান সড়কের বাসার সামনে থেকে ধরে নিয়ে নিয়ে যান নগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর গভীর রাতে অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ১ জানুয়ারী রাত ১০টার দিকে রেজাউল ইসলাম মৃত্যুবরন করেন।
পুলিশ হেফাজতে নির্যাতন করায় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেছে এমন অভিযোগে বরিশালের আদালতে হত্যা মামলা দায়ের করেছেন মৃত রেজাউল ইসলামের পিতা ইউনুস মুন্সী। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (ঘটনার পর ক্লোজড) মো. মহিউদ্দিনকে এ মামলায় প্রধান অভিযুক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়, দীর্ঘদিন সিরিঞ্জের মাধ্যমে মাদক নেয়ায় রেজার শরীরের নিচের অংশে পচন ধরেছিল। এতে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরন করেন।
বরিশালে রেজা হত্যা মামলা দায়েরকারী আইনজীবী কামরুজ্জামান জামাল এ প্রসঙ্গে জানান, বরিশাল মুখ্য মহানগর আদালতে মামলা দায়েরের পর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। এ আদেশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন রেজাউল ইসলামের পিতা ইউনুস মুন্সী। হাইকোর্ট আদেশের প্রেক্ষিতে মামলাটির এখন বিচার বিভাগীয় তদন্ত হবে।
Leave a Reply