বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় মো: লিমন(৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অচেতন ওই যুবকের কাছ থেকে একটি জাতীয় পাওয়া জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয় পত্র সূত্রে ঢাকা খিলগাঁও পূর্ব রামপুরা এলাকার মোজাম্মেল হোসেন সাজ্জালের ছেলে লিমন।
স্থানীয় সূত্র জানায় রূপাতলী বাস টার্মিনালে অচেতন অবস্থায় ওই যুবক পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন
লিমন । মেডিসিনের মাধ্যমে তাকে অজ্ঞান করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে এবং যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply