বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার কেরাণীগঞ্জে বাজার এলাকার রাস্তার পাশ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে নবজাতকটি উদ্ধার করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. সাদ্দাম মোল্লা বলেন, নবজাতকটিকে রাস্তার পাশে একটি কাপড়েরে ওপর পাওয়া যায়। কোনো অভিভাবক না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, শিশুটির আপাতত কোনো শারীরিক সমস্যা নাই। যেহেতু নবজাতকটির কোনো অভিভাবক নেই এ জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
Leave a Reply