মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৪৫)।রোববার দিনগত রাত ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর এলাকার মো. কালু মৃধার প্রথম স্ত্রী।
নিহত গৃহবধূর স্বামী কালু মৃধা জানান, এক বছর আগে পাশের আবদুল করিম খানের মেয়ে দুলুকে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে নিলুফার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতো। ঘটনার দিন রাত ৯টায় কালু মৃধা মুরগির খাবার আনতে দোকানে যান।
খাবার নিয়ে বাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় নিলুফা বেগম সন্দেহ করেন। এতে কালু ও নিলুফার মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায় নিলুফা ঘরে থাকা কীটনাশকের বোতল হাতে তুলে নেয় এবং সেবন করে। এ সময় কালু মৃধা বাধা দিতে গিয়েও ব্যর্থ হন।
তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নিলুফার মৃত্যু হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ২টায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নিলুফার মেজ ভাই মো. খলিলুর রহমান জানান, আল্লার মাল আল্লায় নিয়া গেছে, অভিযোগ দিলে তো আমাদের বোন ফিরে আসবে না।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে, যার মামলা নং- ৫।
Leave a Reply