মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত এক বছরে প্রায় ১৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ডে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৯ -২০২০ অর্থ বছরে এ উপজেলায় মোট ১৩৮টি মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ হাওলাদার।
এতে মোট ৬৩৩টি মামলা হয়। যার মধ্যে বিভিন্ন ধারায় ৬৩৯ জনকে বিভিন্ন অঙ্কে মোট ১৩ লাখ ৫৩ হাজার ৭৭০ টাকা আর্থিক জরিমানা ও ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আর এই প্রথম কোনো নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছরে সরকারি কোষাগারে প্রায় চৌদ্দ লাখ টাকা রাজস্ব জমা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: সোহাগ হাওলাদার সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ অদালত পরিচালনায় রাজাপুরবাসীর সহযোগিতা পেয়েছি বলেই আদালত পরিচালনা করে সরকারি কোষাগারে প্রায় চৌদ্দ লাখ টাকা জমা করতে পেরেছি।
Leave a Reply