শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরের শুক্তগড় ইউনিয়নের বামনখান গ্রামে দুই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা বর্ষাকালে কর্দমাক্ত হওয়ার কারনে এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় হুমায়াউন হাওলাদার, মস্তফা হাওলাদার,মতিসরদার ও শাওন রুমিসহ একাধিক লোকজন বলেন, বামনখান গ্রামের জনগুরুত্বপুর্ন রাস্তাটি বর্তমানে দুর্ভোগে পরিনত হয়েছে। বামনখান গ্রামের গুরুত্বপুর্ন রাস্তাটিতে আজও কোন আধুনিকতার ছোঁয়া লাগেনি। এই রাস্তাটির পাশেই রয়েছে পূর্ব বামনখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনখান পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।
এই সড়কটি দিয়ে স্কুলগামী শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় সহশ্রাধিক লোকজন চলাচল করছে। বর্তমানে রাস্তাটিতে কোথাও হাটু বা কোথাও তার বেশী পরিমান কাদার সৃষ্টি হওয়ায় শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে।
এলাকার কোন মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা কেন্দ্রে নেয়া অসম্ভব হয়ে যায়। স্থানীয় প্রত্যেকটি নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তাটি পাকা করনের প্রশ্রিুতি দিলেও নির্বাচনের পরে আর ফিরেও তাকায়না। বর্তমান ডিজিটাল যুগে এলাকার এই জনদুর্ভোগের সড়কটি দ্রুত পাকা করনের ব্যাবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসি দাবি জানিয়েছেন।
শুক্তগড় ইউনিয়ন পরিষদ সদস্য স্থানীয় মেম্বার মোঃ শাহজাহান খান বলেন, বামনখান গ্রামের একেশ^ারা এলাকার সেন্টুর বাড়ি থেকে আরাম্ব হয়ে বামনখান পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় থেকে নরবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ একমাত্র সড়কটি পাকা করনের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে ত্রানের তালিকায় সড়কটির নাম দেয়া হয়েছে।
প্রতি বছর বর্ষার সময় এলাকার প্রায় ৫শতাধিক পরিবার ওই রাস্তাটির কারনে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছেনা। সড়কটি পাকা করা খুবই জরুরী হয়ে পড়েছে। উপজেলার শুক্তগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুল হক মৃধা বলেন, ষ্টিমিট করিয়ে এমপি’র ডিউলেটার নিয়ে ঢাকা অফিস থেকে একটি রাস্তার কাজ পাশ করাতে অনেক টাকা খরচ হয় এবং একজন টাকা খরচ করে কাজ পাশ করালেও সে তার নিজের লাইসেন্সে কাজ পাবে কিনা তার কোন নিশ্চয়তা না থাকায় ব্যক্তিগত উদ্যোগে কোন রাস্তার কাজ পাকাকরনের কাজ হচ্ছেনা।
তিনি আরো বলেন, তার ইউনিয়নের সাংগর গ্রামের আঃ শুকুর মৃধার বাড়ির পুর্ব পাশ থেকে চরসাংগর এলাকা পর্যন্ত দের কিলোমিটার দীর্ঘ কর্দমাক্ত রাস্তার একই অবস্থা। এ রাস্তা দিয়ে তিনটি গ্রামের প্রায় একহাজার পরিবারের লোকজন যুগ যুগ ধরে চলাচলে চরম দুর্ভোগের পোহাচ্ছেন। । এলাকায় এরকম একাধিক কাচা রাস্তা আছে এবং চরম জনদুর্ভোগ লাগবের জন্য খুব দ্রুত ওই রাস্তা গুলি পাকা করা খুবই প্রয়োজন বলে চেয়ারম্যান মজিবুল হক আরো জানান।
Leave a Reply