শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে তার পরিবারের সদস্যদের হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এদেশের কিছু বিপদগামী সেনা কর্মকর্তা এবং তৎকালীন সময়ে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দলীয় বেঈমানেরা।
সেই বেঈমানদের দোষর’রা এখনও সোনার বাংলা বির্নিমানে বাধা হয়ে কাজ করে যাচ্ছে। সকলে মিলে রাজনৈতিক ভাবে তাদের রুখে দিয়ে, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
বানারীপাড়ায় মাসব্যাপী জাতীয় শোক দিবস ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগস্ট সোমবার দুপুর ১২ টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম উপরোক্ত কথা বলেন।
উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি মো. মোস্তফা আলম তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এড.সুভাষ চন্দ্র শীল,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি এড. মাহামুদ হোসেন মাখন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মামুন-উর-রশিদ স্বপন,ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. মিলন মুন্সি,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,মামুন আহমেদ,সম্পাদক মো. সুজন মোল্লা,উপজেলা যুবলীগ নেতা মো. স্বপন মাঝি,ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. সহিদুর রহমান সোহাগ,ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকি প্রমূখ।
এদিকে একইদিন বিকেল ৪টার সময় সৈয়দকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং ইউপি চেয়ারম্যান মো. আ. মন্নান মৃধা ও শহিদুল ইসলাম মৃধার পৃষ্ঠপোশকতায় জাতীয় শোক দিবস’র অনুষ্ঠানে একই নেতৃবৃন্দ দেশের কল্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনীর ওপরে কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন মন্টু,সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজল ও যুবলীগ নেতা তানভীর আহমেদ বাবু। উভয় ইউনিয়নেই শাহাদাৎ বরণ কারীদের রুহের মাগফিরাত কামনা ও দেশের কল্যানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply